সাধারণ মানুষকে অনলাইনে পুরস্কার দেয়ার কথা বলে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে পাচার ও প্রতারণার অভিযোগে প্রতারকচক্রের অন্যতম সদস্য নাইজেরিয়ান নাগরিক স্যামুয়েলকে (রিচার্ড ফিলিফ পরিচয়দানকারী) গ্রেফতার করেছে র্যাব। এনএসআইয়ের সহযোগিতায় র্যাব-৩ এর একটি দল বৃহস্পতিবার ভোরে খিলক্ষেত থেকে তাকে গ্রেফতার করে। এনএসআই সূত্রে জানা গেছে, স্যামুয়েল দীর্ঘদিন প্রতারণার আশ্রয় নিয়ে মোবাইলের মাধ্যমে বহু নিরীহ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
তাদের কার্যক্রম এনএসআই দীর্ঘদিন ধরে নজরদারি করছিল। র্যাব-৩ এর উপ-অধিনায়ক মেজর রাহাত হারুন খান বলেন, নাইজেরিয়ান নাগরিক স্যামুয়েল সাধারণ মানুষকে অনলাইনে পুরস্কার দেয়ার কথা বলে তাদের কাছ থেকে বিকাশ অথবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পয়সা হাতিয়ে নিতো।