সাগরে নিম্নচাপ: প্রস্তুত হচ্ছে সিপিপির ৭৪ হাজার স্বেচ্ছাসেবক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০, ২২:৩১
বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে সাগর উত্তাল হওয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) ৭৪ হাজার স্বেচ্ছাসেবককে প্রস্তুত করছে সরকার।
এছাড়া সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রচার, উপকূলীয় জেলায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা, আশ্রয়কেন্দ্রে শুকনা খাবার প্রস্তুত রাখা এবং জনগণকে আশ্রয়কেন্দ্রে নিতে পর্যাপ্ত যানবাহন প্রস্তুত রাখার সিদ্ধান্ত নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।