‘‘হিন্দু নয়, মুসলমান নয়, মানুষ হিসেবে সবাইকে সমানভাবে দেখুন,’’ ডয়চে ভেলের ফেসবুক পাতায় সবাইকে অনুরোধ করেছেন পাঠক শাওন৷ শাওনের সাথে একমত প্রকাশ করে জামাল উদ্দিন লিখেছেন, সময় উপযোগী প্রতিবেদন, ধন্যবাদ৷ এ বিষয়ে পাঠক রফিকুল ইসলামেরও একই ভাবনা৷ ডয়চে ভেলের সাংবাদিকরা চোখমুখ খোলা রাখেন রিপোর্টটি মনে হয়েছে পাঠক রফিকুল ইসলাম রুবেবের কাছে৷ পাঠক শাহাদাত হোসেনের শাহেদ সরাসরি মন্তব্য করেছেন, ‘‘সময়ের সাহসি উচ্চারণ৷’’ এই গুরুত্বপূর্ণ বিষয়টি পাঠকদের সামনে তুলে ধরার জন্য ডিডাব্লিউকে ধন্যবাদ দিয়েছেন রাসেল আহমেদ৷
‘‘কলকাতায় পূজা নিয়ে যেটা চলছে সেটা অনুচিত তবে সেটা দিয়ে তাবলীগকে জাস্টিফাই করা যায় না৷ তাবলিগের সময় স্ট্রিক্ট লকডাউন ঘোষণা ছিল, জনগনের বাইরে বেরোনো মানা ছিল এখন সে পরিস্থিতি নয়৷ তবুও মানুষ ভুল করছে অপ্রয়োজনে বাইরে বেরিয়ে৷’’ ডয়চে ভেলের ফেসবুক পাতায় এই মতামত জানিয়েছেন পাঠক সাহা আশীষ৷