পণ্যবাহী জাহাজ ও কার্গো শ্রমিকদের বেতন-ভাতাসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে নৌযান শ্রমিক ফেডারেশনের ধর্মঘট তৃতীয় দিনেও অব্যাহত রয়েছে। এতে ফরিদপুর নৌবন্দরের কার্যক্রম অচল অবস্থায় রয়েছে।
গত সোমবার মধ্যরাত থেকে নৌযান শ্রমিক ফেডারেশনের ১১ দফার দাবিতে ডাকা ধর্মঘটে একেবারে অচল ফরিদপুরের একমাত্র নৌ-বন্দর।একদিকে করোনা, তার ওপর আবার নৌশ্রমিকদের ধর্মঘট। সব মিলিয়ে কর্মহীন বন্দরের কয়েক হাজার কুলি ও ট্রাক পরিবহন শ্রমিকরা। গত তিনদিন কাজ না পেয়ে বসে আছেন তারা। অন্যদিকে বন্দরের পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে ১২টি লাইটার জাহাজ ও বেশ কয়েকটি কার্গো জাহাজ। এতে প্রায় ১১ হাজার মেট্রিক টনের বেশি ইউরিয়া সার ও গম বন্দর থেকে খালাস করা যাচ্ছে না।
এছাড়াও বন্দরে কয়লা, সিমেন্ট, চালসহ বিভিন্ন পণ্য নিয়ে আসা ছোট বড় অনেক কার্গো জাহাজ পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে।