থর মরুভূমিতে আজ থেকে ১ লাখ ৭২ বছর আগেও ছিল নদীর স্রোত!

এইসময় (ভারত) প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০, ১৫:২৬

খোঁজ মিলল হারিয়ে যাওয়া এক নদীর। আন্তর্জাতিক গবেষকদের একটি দল সম্প্রতি খোঁজ পেয়েছে এই হারিয়ে যাওয়া নদীর। জানা গিয়েছে আজ থেকে প্রায় ১,৭২,০০০ বছর আগে বিকানের-এর কাছে মধ্য থর মরুভূমি দিয়ে বয়ে যেত এই নদী। প্রস্তর যুগের সভ্যতার কাছে এই নদীটিই ছিল জীবনদায়ী। বেঁচে থাকার রসদ হওয়ার পাশাপাশি এই নদীর মাধ্যমেই মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় পাড়ি দিত।

নতুন এই গবেষণা প্রকাশিত হয়েছে Quaternary Science Reviews জার্নালের অনলাইন সংস্করণে। এর আগে থর মরুভূমিতে ৮০ হাজার বছরের পুরনো নদীর সন্ধান পাওয়া গিয়েছিল। কীসের ভিত্তিতে এই সিদ্ধান্তে পৌঁছেছেন গবেষকরা? ২০১৪ এবং ২০১৯ সালে বিকানের-এর বাইরে নল গ্রামের কাছে নদীর বালি এবং পাথর জমা স্টাডি করেছিলেন জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর সায়েন্স অফ হিউম্যান হিস্ট্রি (Max Planck Institute for the Science of Human History), চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয় (Anna University) এবং কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, এডুকেশন অ্যান্ড রিসার্চের (Indian Institute of Science, Education and Research) গবেষকরা। তারই ভিত্তিতে এই চাঞ্চল্যকর দাবি করেছেন তাঁরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us