আইপিএল শেষ হয়ে গেছে ডোয়াইন ব্রাভোর। তার কুঁচকির চোট শুধু চেন্নাই সুপার কিংস নয়, কোপ বসিয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলেও। ক্যারিবিয়ান অলরাউন্ডারের নিউজিল্যান্ড সফরে যাওয়া হচ্ছে না। তার জায়গায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড যোগ করেছে পেসার রোমারিও শেফার্ডকে।