কলকাতায় ফের লাফিয়ে বাড়ছে সোনার দাম, সঙ্গী রুপো!

এইসময় (ভারত) প্রকাশিত: ২১ অক্টোবর ২০২০, ২১:০৫

মার্কিন হওয়ায় ভর করে বিশ্ব বাজারে ফের সোনার দাম বাড়তে শুরু করেছে। যার প্রভাব থেকে বাদ পড়েনি ভারত। দেশের অন্যান্য শহরের মতো বুধবার কলকাতাতেও সোনার দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে। একদিকে, কতকালের দুর্বলতা কাটিয়ে গা ঝাড়া দিয়ে উঠেছে রুপো। বৃদ্ধির দৌড়ে এদিন সোনার সঙ্গে সমান তালে সঙ্গত করে গিয়েছে রুপোলি ধাতু। আর এই দুইয়ে মিলে স্বভাবতই মধ্যবিত্ত বাঙালির মন খারাপ।

বাণিজ্য ঘাটতি নিয়ন্ত্রণে মোদী সরকার সোনা আমদানিতে অতিরিক্ত শুল্ক চাপানোর পর থেকে দামের ভারে এদেশে সোনার গয়নার বিক্রিতে ভাটার টান শুরু হয়। তবুও অল্প হলেও বিক্রি চলছিল। কিন্তু করোনা মহামারি, লকডাউন এবং তার সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পাওয়া দামের কারণে সোনা ক্রমশ মধ্যবিত্তিতের নাগালের বাইরে চলে যাচ্ছে। সোনার মূল্যবৃদ্ধির নেপথ্যে অবদান লগ্নিকারীদের। লগ্নির নিরাপদ আশ্রয় হিসেবে এই ধাতুর চাহিদা যত বাড়ছে ততই বাড়ছে দাম। গত অগস্টে তা শিখর স্পর্শ করার পরে সামান্য কমেছিল। কিন্তু রেখচিত্র ফের ঊর্ধ্বমুখী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us