বাংলাদেশের ম্যাচে দর্শক উপস্থিতি নিয়ে যা জানালো বাফুফে
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২০, ১৯:৪৯
করোনা অতিমারীর কারণে স্থগিত থাকা ফুটবল ফিরছে মাঠে। নভেম্বরে নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নিচ্ছে বাংলাদেশ দল। বিশ্বের নানা প্রান্তে খেলা শুরু হলেও গ্যালারিতে দর্শক ছিল না। যদিও ধাপে ধাপে বিভিন্ন স্থানে স্বল্প দর্শকের উপস্থিতি চোখে পড়েছে। ম্যাচ দুটি নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিজেদের ভাবনা জানিয়েছে বুধবার।
আগের দিন লাল-সবুজদের ৩৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। এদিন দুপুরে বিস্তারিত জানাতে অনলাইনে ব্রিফ করেন ফেডারেশনের সহ-সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।