দুর্গাপুজোর মণ্ডপ দর্শক শূন্য রাখার রায় বহাল রাখল কলকাতা হাইকোর্ট। রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করলেও আগের দিনের রায়ে আংশিক পরিবর্তন করা হয়েছে। বড় পুজোয় মণ্ডপের ভিতরে ঢোকার জন্য পুজো কমিটির সদস্য ও ঢাকি মিলিয়ে ৬০ জনের তালিকা বানানো যাবে। তবে একসঙ্গে সর্বোচ্চ ৪৫ জন থাকতে পারবেন। অন্য দিকে ছোট পুজোর ক্ষেত্রে নো এন্ট্রি জোনে ঢোকার জন্য ৩০ জনের তালিকা রাখা গেলেও একসঙ্গে ১৫ জনের বেশি ঢুকতে পারবেন না।
সোমবার বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চের রায় ছিল ছোট পুজোর ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ জন এবং বড় পুজোর ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ জন পুজোর জন্য নো এন্ট্রি জোনে ঢুকতে পারবেন। দর্শকদের ওই নো এন্ট্রি জোনে ঢোকা নিষিদ্ধ। সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানান ফোরাম ফর দুর্গোৎসব কমিটি। বুধবার শুনানির দু’টি ক্ষেত্রে সামান্য ছাড় দিয়ে কার্যত আগের রায়ই বহাল রেখেছেন দুই বিচারপতি।