ফরহাদ কি মায়ের ইচ্ছা পূরণ করতে পারবে

প্রথম আলো প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০, ২২:০৩

বীথি ও ফরহাদ, ভালোবাসে একে অপরকে। তাদের সিদ্ধান্ত, যত বাধাই আসুক, কেউ কাউকে ছেড়ে যাবে না। কিন্তু বীথির মা সালমা কিছুতেই তার মেয়েকে ফরহাদের কাছে বিয়ে দেবেন না। তার ইচ্ছা, বীথির বিয়ে দেবেন এক কোটিপতি ছেলের সঙ্গে। বীথির কি তাতে সায় আছে? তাতে কিচ্ছু যায়–আসে না সালমার। এদিকে বীথির প্রেমিক ফরহাদের অসুস্থ মা ফারহানা লন্ডন থেকে দেশে ফিরেছেন। তিনি চান বীথি নয়, ফরহাদের সঙ্গে বিয়ে হোক জয়িতার। জয়িতা ফারহানার ভাগনি। মৃত্যুর আগে তিনি ভাগনিকে ফরহাদের হাতে তুলে দিয়ে তার শেষ ইচ্ছা পূরণ করতে চান। দোটানায় পড়ে যায় ফরহাদ। ফরহাদ কি মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে পারবে? আর বীথির ভালোবাসা? কোনটা বেছে নেবে ফরহাদ।

এমনই গল্প নিয়ে সাজানো হয়েছে ধারাবাহিক ‘মান অভিমান’–এর ৫০০তম পর্ব। নাটকের গল্প মধ্যবিত্ত পরিবারের পাঁচটি মেয়েকে নিয়ে গড়ে উঠেছে। বিখ্যাত লেখক জেন অস্টেনের জনপ্রিয় উপন্যাস ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’–এর অনুপ্রেরণায় নাটকটি নির্মিত হলেও গল্পে উঠে এসেছে এখনকারই সময়। আর ধারাবাহিকটি আগামীকাল বুধবার সন্ধ্যায় পড়বে ৫০০তম পর্বে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us