হরিণের প্লাস্টিক খাওয়া বন্ধ করতে জাপানে বিশেষ ব্যাগ

বণিক বার্তা প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০, ২০:০৩

জাপানের উত্তরাঞ্চলের ছোট শহর নারা। এ শহরটির খ্যাতি এখন মুক্তভাবে চরে বেড়ানো সহস্রাধিক হরিণ। হরিণগুলো কয়েক দশক ধরে জাতীয় সম্পদ হিসেবে বিবেচিত হয়ে আসছে। মাউন্ট ওয়াকাকুসার পাদদেশের এই শহরজুড়ে ঘুরে বেড়ায় হরিণগুলো। চতুষ্পদ এই প্রাণিগুলো সংরক্ষণে জাপানে রীতিমতো আইন রয়েছে। তবে তাদের দেখতে ভিড় করা কিছু পর্যটক শহরটিতে সম্ভবত মারাত্মক প্লাস্টিকের বর্জ্য ফেলে যান। আর এটা হরিণগুলোর অস্তিত্বের সংকট তৈরি করেছে।

গত বছর একটি মৃত হরিণের পেটে ৪ কেজি আবর্জনা পাওয়া গিয়েছিল। এই ঘটনার পর স্থানীয় একদল উদ্যোক্তা সমাধান বের করে ফেলেন। হরিণ হজম করতে পারে- এমন এ ধরনের ব্যাগ তারা তৈরি করেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us