ভারতের আপত্তিতে কোচকে ছাড়াই পাকিস্তানে জিম্বাবুয়ে

প্রথম আলো প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০, ১৯:০২

পাকিস্তান সফর পরের কথা, রাজনৈতিক টানাপোড়েনে নিরপেক্ষ ভেন্যুতেই পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ খেলতে রাজি নয় ভারত। এবার ভারত সরকার পাকিস্তানে যেতে দিল না জাতীয় দলের সাবেক এক ক্রিকেটারকে।

এ কারণেই কোচ লালচাঁদ রাজপুতকে ছাড়াই পাকিস্তান সফর করতে হচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেট দলকে। ভারত-পাকিস্তানের বৈরী সম্পর্কের কারণেই প্রধান কোচকে ছাড়া পাকিস্তানগামী উড়োজাহাজে উঠতে হয়েছে জিম্বাবুইয়ানদের। ভারত সরকারের দেওয়া ভ্রমণ নিষেধাজ্ঞার কারণেই পাকিস্তানে যেতে পারছেন না ভারতের সাবেক ক্রিকেট রাজপুত।

আজ জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) এক বিবৃতিতে জানিয়েছে, হারারের ভারতীয় দূতাবাস জেডসিকে অনুরোধ করে রাজপুতকে পাকিস্তানে যেতে বাধ্য না করতে। ভারত সরকারের প্রণয়ন করা নিজেদের নাগরিকদের জন্য ভ্রমণ বিধিমালার কথা উল্লেখ করেই এই অনুরোধ জানায় জিম্বাবুয়ের ভারতীয় দূতাবাস। রাজপুতের বদলে এখন জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করবেন দলটির বোলিং কোচ ও সাবেক পেসার ডগলাস হোন্ডো।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us