সবেচেয়ে নিরাপদ করোনা ভ্যাকসিন চিনের! ট্রায়ালের পর বড় সার্টিফিকেট ব্রাজিলের

এইসময় (ভারত) প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০, ১৭:৩৬

করোনার উদ্ভব যেখানে, সেই চিন তাদের করোনা ভ্যাকসিন-করোনাভ্যাক আগেই প্রকাশ্যে এনেছিল। নিজেদের ভ্যাকসিনকে নিরাপদ দাবি করে রাজধানী বেজিংয়ের একটি বাণিজ্য মেলায় সেই ভ্যাকসিন প্রদর্শনীর জন্য রাখাও হয়েছিল। যদিও চিনের ভ্যাকসিনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল অনেকেই। কিন্তু এবার ব্রাজিলের মতো করোনা বিধ্বস্ত দেশও পাশে দাঁড়াল চিনের। চিনের তৈরি প্রতিষেধকটি মানবশরীরে প্রয়োগের জন্যে নিরাপদ বলে ঘোষণা করল সাও পাওলোর বুতানতান ইনস্টিটিউট। এই সংস্থাটি মোটেই ছোটখাটো নয়, বরং ব্রাজিলের বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারগুলির মধ্যে শীর্ষে বুতানতান।

জানা গিয়েছে, চিনের এই ভ্যাকসিনটি বাজারে এনেছে সিনোভ্যাক বায়োটেক এবং সিনোফার্ম। সংস্থার তরফে আগেই জানানো হয়েছিল, চলতি বছরের শেষের দিকেই ভ্যাকসিনটির তৃতীয় পর্যায়ের ট্রায়াল শেষ হবে। তারপরই এটি সকলের জন্যে বাজারে আনা হবে। এর আগেই দুটি পর্যায়ের প্রয়োগ নিরাপদ বলে ঘোষিত হয়েছিল। এবার ব্রাজিলে তৃতীয় পর্যায়ের যে পরীক্ষামূলক প্রয়োগ চলছে, সেখানেই নিরাপদ তকমা পেল ওই ভ্যাকসিন। ব্রাজিলের প্রায় ৯ হাজার স্বেচ্ছাসেবকের শরীরে ওই ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে। প্রাথমিক রিপোর্ট বলছে, ভ্যাকসিনটি এখনও পর্যন্ত নিরাপদ। যদিও চূড়ান্ত সিদ্ধান্তের জন্যে আরও সময় লাগবে বলে জানানো হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us