গোয়ালন্দ মোড়ে পণ্যবাহী গাড়ির চার কিলোমিটার দীর্ঘ লাইন
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০, ১৭:০৪
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় আটকে রাখা হচ্ছে ঢাকাগামী পণ্যবাহী গাড়ি। দৌলতদিয়া ঘাটে যানজট বা গাড়ির চাপ কমাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এর ফলে মহাসড়কে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে চালক-সহকারীদের। আজ মঙ্গলবার দুপুরে প্রায় চার কিলোমিটার লম্বা লাইনে কয়েক শ গাড়ি আটকে থাকতে দেখা যায়।
দুপুরে সরেজমিনে দেখা যায়, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ীর দিকে আহ্লাদীপুর পর্যন্ত সড়কের এক পাশে সারিবদ্ধভাবে পণ্যবাহী গাড়ির দীর্ঘ লাইন। প্রায় চার কিলোমিটার লম্বা এই লাইনে থাকা অধিকাংশ গাড়ি আজ সকালের দিকে আসা। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা ঢাকামুখী এসব গাড়ি দৌলতদিয়া ঘাট দিয়ে নদী পার হওয়ার অপেক্ষা করছে। তবে অভিযোগ রয়েছে, দীর্ঘ লাইনে আটকে থাকা অনেক গাড়িকে স্থানীয় চক্র কর্তব্যরত ট্রাফিক পুলিশের সঙ্গে যোগসাজশ করে লাইন ভেঙে আগে বের হয়ে যাওয়ার সুবিধা দিতে উৎকোচ নিচ্ছে।