সুদানের বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা শতাধিক বই
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০, ১৫:০১
সুদানের দারফুরের এল ফাশের বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা ইংরেজি ভাষায় অনূদিত শতাধিক বই প্রদান করেছে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ব্যানএফপিইউ এবং এল ফাশের বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের যৌথ উদ্যোগে সংক্ষিপ্ত আকারে বই প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উনামিডের পুলিশ চিফ অব স্টাফ জেনারেল আহমাদো মান্না, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. আবু বকর মোহামেদ জুমা সিয়াম ও স্ট্যাট লিয়াজো অফিসার (উত্তর দারফুর) কর্নেল আদোল ফিনা।
বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আবু বকর জাতির পিতার উপর লেখা বই প্রদানের জন্য বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই বইগুলো শুধুমাত্র শিক্ষার্থীদের বাংলাদেশের জাতির পিতা সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ দেবে না বরং সুদান ও বাংলাদেশের মধ্যে ভাতৃত্ববোধ বৃদ্ধি করবে। এর আগে ব্যানএফপিইউ কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম কর্তৃক মহান মুক্তিযুদ্ধে ও বাংলাদেশ সৃষ্টিতে জাতির পিতার অবদানের কথাকে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন।