গত শীতে ছাদের টবে আলগোছে কিছু মৌরির দানা ফেলেছিলাম। নেহাতই এমনি। সারা শীত আপনমনে বরফ চাপিয়েছে সেই টবের ওপর। ভুলেই গিয়েছিলাম
মৌরির কথা। এ বছর গ্রীষ্মের শুরুতে দেখি সবুজ জীবন মাথা চাড়া দিচ্ছে একটু একটু করে। ২০২০-র ভাইরাস ঢাকা বিপর্যস্ত সময় বরফঢাকা গত শীতের কথা মনে পড়িয়ে দিচ্ছে। কিন্তু এই বরফের মধ্যেই রয়ে যাচ্ছে আগামী গ্রীষ্মের জীবন। জীবনের আনন্দ। কোনও ভাইরাস তাকে দমাতে পারবে না।