নাম তাঁর ইব্রাহিম ওমর। শরণার্থী হিসেবে নিউজিল্যান্ডে ঢুকেছিলেন তিনি। দুবেলা খাবার জোগাড় করতে বেছে নিয়েছিলেন পরিচ্ছন্নতাকর্মীর কাজ। এবারের নির্বাচনে সেই তিনিই দেশটির পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন।
ইব্রাহিম ওমরের জীবনে এই উত্থান সিনেমার মতো মনে হলেও, বাস্তবতা ছিল বেশ কঠিন। বিবিসির খবরে বলা হয়েছে, ইরিত্রিয়ায় জম্ম নেওয়া ইব্রাহিম ওমর শরণার্থী হিসেবে নিউজিল্যান্ডে পাড়ি জমান। কিন্তু ইরিত্রিয়া থেকে গিয়েই যে আইনপ্রণেতা বনে গেছেন, এমনটা নয়। দীর্ঘ এক পথ পাড়ি দিতে হয়েছে তাঁকে।