চলতি মৌসুমে প্রাকৃতিক দুর্যোগ না ঘটায় ও রোগবালাই মুক্ত পরিবেশে চাষাবাদের কারণে উখিয়ায় সুপারির বাম্পার ফলন হয়েছে। ব্যবসায়ীদের তথ্য মতে এ উপজেলার ৫টি ইউনিয়নে উৎপাদিত সুপারি স্থানীয় চাহিদা পূরণের পরেও ২০ কোটি টাকার সুপারি বাজারজাত হচ্ছে।
দেশের গণ্ডি পেরিয়ে এসব সুপারি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি হওয়ার কারণে কাঁচা সুপারির কদর আগের তুলনায় অনেকটা বেড়েছে বলে মনে করছেন চাষীরা।