ফিল্ড পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া এসিআই ফর্মুলেশন লিমিটেডের সরবরাহকৃত এক লাখ লিটার ওষুধ ফেরত দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। দীর্ঘ ১০ মাস ধরে চারবার রি-টেন্ডার করে চূড়ান্ত করা মশা মারার ওই ওষুধগুলো ডিএসসিসির ফিল্ড টেস্টে উত্তীর্ণ হয়নি। ফলে সংস্থার মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নির্দেশে ওষুধগুলো ফেরত দেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে গত ৯ অক্টোবর 'ডিএসসিসির ১০ মাসের প্রচেষ্টার ওষুধও অকার্যকর’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে বাংলা ট্রিবিউন। গত বছর ডেঙ্গুর প্রাদুর্ভাবের পর বিদেশ থেকে সরাসরি ওষুধ আমদানির অনুমতি দেওয়া হয় ঢাকার দুই সিটি করপোরেশনকে।