চোটের জন্য ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে একটা ওভারও বল করতে পারেননি। কুঁচকির চোট নিয়েই এসেছিলেন ডোয়াইন ব্র্যাভো। ফলে আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচে খেলাও হয়নি তার। মাঠে নেমে কয়েকটি ম্যাচ খেলার পরেই ফের কুঁচকির চোটের কারণে সম্ভবত দুই সপ্তাহ মাঠের বাইরে চলে গেলেন চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার ব্র্যাভো। এমনটাই জানিয়েছেন চেন্নাইয়ের হেড কোচ তথা নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং।
সম্পর্কিত খবর জাদেজার ছক্কার বল নিয়ে পালালো পথচারী (ভিডিও)২০১০ সালের পথেই হাটছে ধোনির চেন্নাই!সবকিছুই বদলে যাবে: ধোনি আইপিএলের ৩৪ তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আবারো কুঁচকির পুরোনো চোটের কবলে পড়েন ব্র্যাভো। ম্যাচ শেষে ফ্লেমিং বলেন, ব্র্যাভোর কুঁচকিতে সমস্যা হয়েছে।