জরুরি অবস্থা উপেক্ষা করে বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড। বিক্ষোভ দমাতে থাই কর্তৃপক্ষ এবার দেশটির চারটি সংবাদ সংস্থা বন্ধের নির্দেশ দিয়েছে। সেইসঙ্গে বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রধান ফেসবুক পাতায় সরাসরি সম্প্রচার ও গত কয়েকদিন ধরা চলা বিক্ষোভের ভিডিও ও কনটেন্ট মুছে ফেলার নির্দেশনাও দিয়েছে।
এসব সংবাদ সংস্থার মধ্যে রয়েছে, দি রিপোর্টারস, প্রাছাতাই, দি স্ট্যান্ডার্ড, ভয়েস টিভি। এক আদেশে দেশটির টেলিকম কর্তৃপক্ষ এসব সংবাদ সংস্থার প্রচার স্থগিত করেছে। দেশটির জাতীয় সম্প্রচার ও টেলিযোগাযোগ কমিশনের আদেশে বলা হয়েছে, ওইসব প্লাটফর্ম 'বিভ্রান্তিকর তথ্য' প্রদান করে 'জাতীয় স্থিতিশীলতা বা শৃঙ্খলা' প্রভাবিত করছে।