চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিথের কাছে হেরে যাওয়ার পর বার্সেলোনাকে বুরোফ্যাক্সের মাধ্যমে লিওনেল মেসি জানায়, বার্সা ছাড়ার কথা। এরপর থেকেই তাকে নিয়ে টানাটানি লেগে যায় সব ক্লাবের। তবে সবার থেকে এগিয়ে ছিল ম্যানচেস্টার সিটি।
তবে আইনি ঝামেলায় শেষ পর্যন্ত পাওয়া হয়নি মেসিকে। এদিকে আগামী মৌসুমের আগে যে বার্সেলোনা ছাড়বেন সেটি মেসি নিজেই জানান। আর বার্সা ছাড়লে তিনি ম্যানসিটিতে যাবেন বলেও প্রায় নিশ্চিত। চুক্তি শেষ হবার আগে যে মেসিকে ৭০০ মিলিয়ন ইউরোর কমে ছাড়ছে না সেই মেসির দাম এখন ১৫ মিলিয়ন ইউরো! অথচ চলতি মৌসুমের শুরুতে মেসি যখন ক্লাব ছাড়তে চেয়েছিলেন, তখন তার রিলিজ ক্লজ ছিল ৭০০ মিলিয়ন ইউরো।