মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাস কনভেনশন সেন্টারের (এলভিসিসি) নীচে খনন করা সুড়ঙ্গের মধ্য দিয়ে দ্রুতগতিতে যাত্রী বহন করার লক্ষ্যে কাজ করছে ইলন মাস্কের বোরিং কোম্পানি। নতুন নথি বলছে, পুরানো অঙ্গীকার মতো সম্ভবত এতো বেশি যাত্রী পরিবহন করা যাবে না এই সুড়ঙ্গের মাধ্যমে। যাত্রী বহনে প্রতিশ্রুতি রক্ষা করা না গেলে বিষয়টি কেবল যে হতাশাজনক হবে তাই নয়, প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, এর ফলে আর্থিক জরিমানার মুখেও পড়তে পারে বোরিং কোম্পানি।
এখানে মূল বিষয়টি প্রতিষ্ঠানের প্রযুক্তি নয়, বরং নীতিমালা। এই নেটওয়ার্কের তিনটির মধ্যে একটি লোডিং জোন, যার নাম কনভেনশন সেন্টার লুপ, সেখানে ঘন্টায় কেবল আটশ’ যাত্রীর ওঠানামার অনুমোদন রয়েছে। এমনটা যদি তিনটি লোডিং জোনের ক্ষেত্রেই সত্য হয়, তাহলে প্রতিষ্ঠানের অঙ্গীকারের তুলনায় স্রেফ এক চতুর্থাংশ যাত্রী বহন করতে পারবে বোরিং কোম্পানির এই টানেল।