তিন দাবি আদায়ে লাগাতার কর্মবিরতিতে চবি কর্মকর্তারা
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২০, ১৬:৫৭
প্রশাসক ও অফিসারদের পদ থেকে শিক্ষকদের প্রত্যাহারসহ তিন দফা দাবিতে লাগাতার কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। রোববার সকাল থেকে এ কর্মবিরতি শুরু হয় বলে জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ হামিদ হাসান নোমানী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দাবিগুলো নিয়ে আমরা ২০১৬ সাল থেকে আন্দোলন করে আসছি। সর্বশেষ সমিতির আবেদনের আলোকে ৫২৬তম সিন্ডিকেটে সমতা নিরূপণের বিষয়টি এজেন্ডাভুক্ত হয়েছিল। কিন্তু সিন্ডিকেটের বেশিরভাগ এজেন্ডা পাস হলেও অফিসারদের প্রাণের দাবির বিষয়ে সিন্ডিকেট এমন সিদ্ধান্ত গ্রহণ করে যা সমিতির আবেদনের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক।