অস্বাভাবিক মৃত্যুর কারণ বের করতে সুরতহাল রিপোর্টের পর ফরেনসিক প্রতিবেদনই পুলিশের ভরসা। ওই প্রতিবেদনের ভিত্তিতে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে তদন্তকারী সংস্থাগুলো। অথচ এই ময়নাতদন্ত করা ও প্রতিবেদন তৈরিসহ পুরো প্রক্রিয়ায় চলছে মারাত্মক অব্যবস্থাপনা। গুরুত্বপূর্ণ ঘটনাতেও ময়নাতদন্তের প্রতিবেদন ভুল হয়। ঘুরে যায় মামলার তদন্ত। পার পেয়ে যায় অপরাধীরা।
পুলিশ বলছে, সাধারণত ফরেনসিক বিভাগকে কারও কাছে তেমন জবাবদিহি করতে হয় না। অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মামলারও দায়সারা প্রতিবেদন দেয় বিভাগটি। এতে তদন্ত ঠিক পথে এগোতে পারে না।