উইনিপেগে হচ্ছে উ. আমেরিকার প্রথম পূর্ণাঙ্গ শহীদ মিনার
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২০, ১৯:০৮
কানাডার ম্যানিটোডা প্রদেশের রাজধানী উইনিপেগে নির্মাণ করা হচ্ছে উত্তর আমেরিকার প্রথম পূর্ণাঙ্গ শহীদ মিনার। আগামী বছরের ২১ ফেব্রুয়ারি তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই মিনার চত্বরে পালনের উদ্দেশ্যে দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে নির্মাণ কাজ।
কর্তৃপক্ষ জানিয়েছে, ডিসেম্বরের মধ্যেই শেষ হবে শহীদ মিনার নির্মাণের কাজ। উইনিপেগে বসবাসকারী বাংলাদেশিদের কয়েক বছরের পরিশ্রমের ফসল এই শহীদ মিনার। এ মিনার নির্মাণে উইনিপেগ প্রাদেশিক সরকার ও নগর কর্তৃপক্ষই অধিকাংশ ব্যয় বহন করছে। রয়েছে বাংলাদেশিদের অর্থ সাহায্যও।কানাডায় শীতের প্রকোপ বেশি।