ভিডিও স্টোরি: জার্মানিতে দেশের শাক-সবজির বড় খামার গড়েছেন যে বাংলাদেশি
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২০, ১৫:৩২
কচু, লাউ, কুমড়া, সিম, বরবটি, ঝিঙ্গা, ধুন্দল, পেয়ারা, মরিচ, এমনকি বোম্বে মরিচ - সবই পাওয়া যায় শাহজাহান ভূঁইয়ার খামারে৷ বেশ গর্ব নিয়েই তিনি জানান, বাংলাদেশের সব সবজি আছে আমার এখানে৷ খামারটা অবশ্য জার্মানির অফেনবাখে৷ সেখানে রীতিমতো এক টুকরো বাংলাদেশ গড়েছেন তিনি, উদ্দেশ্য জার্মানদের নিজের দেশের শাক-সবজির সঙ্গে পরিচিত করা৷