ভাঙনের মুখে থাকা গণফোরামকে তৃণমূল পর্যায়ে সংগঠিত করার নির্দেশ দিয়েছেন দলটির সভাপতি কামাল হোসেন। শনিবার সকালে দলের কেন্দ্রীয় কমিটির সভায় তিনি বলেন, “আপনারা জেলায় জেলায় দলকে সংগঠিত করুন, দলে তরুণ ও নারীদের সংখ্যা বাড়ান। দলের পক্ষ থেকে সারাদেশে সভা-সমাবেশ করুন এবং গণফোরামের নীতি-আদর্শ মানুষের কাছে তুলে ধরুন।”
গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, আবু সাইয়িদ, সুব্রত চৌধুরীরা সম্প্রতি সভা করে আলাদা কাউন্সিল ডেকেছেন। এজন্য তাদের বহিষ্কারের জন্য কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। তবে তারা গণফোরামের নামে কার্যক্রম চালিয়ে যেতে অবিচল।
কামাল বলেন, “দেশে গণতন্ত্রকে কার্যকর করতে হবে। গণতন্ত্র শুধু বইয়ের পাতায় থাকলে চলবে না, মানুষকে অধিকার ভোগ করে দেওয়ার সুযোগ আমাদের তৈরি করে দিতে হবে।”