গাইবান্ধায় চার লেন সড়ক: স্থাপনা নির্মাণে নিয়ম মানেনি কেউ

প্রথম আলো প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২০, ১০:৫৯

গাইবান্ধা জেলা শহরে চার লেন সড়ক নির্মাণে দুই পাশের বেশির ভাগ স্থাপনা সরিয়ে নেওয়া হয়েছে। কিছু পাকা ভবন ভাঙার কাজ প্রায় শেষ পর্যায়ে। এরই মধ্যে সড়কের নির্মাণকাজও শুরু হয়েছে। কিন্তু সড়কের সীমানা থেকে অন্তত পাঁচ ফুট দূরে স্থাপনা নির্মাণের নিয়ম থাকলেও, তা কেউ মানেনি।

জানতে চাইলে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জেলা নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান বলেন, সড়কের সীমানা থেকে অন্তত পাঁচ ফুট দূরে পাকা ভবন বা স্থাপনা নির্মাণের বিধান রয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ বিধান মানল কি না, তা দেখভাল করবে পৌরসভা।

শহরের সচেতন কয়েক বাসিন্দা বলেন, সড়কের সীমানা ঘেঁষে নানা ধরনের স্থাপনা ও দোকানপাট থাকায় ফুটপাতের ওপর বেচাকেনা চলবে। এতে লোকজনের চলাচলের অসুবিধা হবে। বাধ্য হয়ে পথচারীদের সড়কের মধ্য দিয়ে চলাচল করতে হবে। এতে যানজট তৈরি হবে। দুর্ঘটনার ঝুঁকিও রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us