কোভিড-১৯ মোকাবিলায় যুক্তরাজ্য সরকারের ঋণ জিডিপিকেও ছাড়িয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও এই সংকট মোকাবিলায় সরকারগুলোকে আরও ঋণ করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
ধনী দেশগুলোর উদ্দেশে তারা বলেছে, ভাইরাসজনিত ক্ষতি মোকাবিলায় ঋণ করার প্রয়োজন হলে করতে হবে। তারা বলছে, ক্রমবর্ধমান দারিদ্র্য, বেকারত্ব ও অসমতা মোকাবিলায় আরও অনেক কিছু করতে হবে। অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রমের জন্যও এটি জরুরি।
আইএমএফ বলছে, চলমান মহামারি মোকাবিলায় বিভিন্ন দেশের সরকার সম্মিলিতভাবে ১২ রাখ কোটি ডলার ব্যয় করেছে। এতে বৈশ্বিক ঋণ-জিডিপি অনুপাত ১০০ ভাগে উঠে যাবে। কিন্তু এই ঋণের বোঝা যেন নতুন ঋণ নেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হতে না পারে—সে কথাও বলেছে তারা।