বাংলাদেশ থেকে কাঁকড়ার সবচেয়ে বড় আমদানিকারী দেশ হলো চীন। এছাড়া রয়েছে থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গপুর। করোনাভাইরাস সংক্রমণ মহামারী আকার ধারণ করার পর চলতি বছরের জানুয়ারি থেকে রপ্তানি বন্ধ হয়ে যায়। তবে থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গপুর সীমিত আকারে কাঁকড়া নিলেও দাম অনেক কম। লোকসানের আশঙ্কায় জেলার বহু চাষি এবার কাঁকড়া চাষে বিনিয়োগ বন্ধ রেখেছেন। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলায় ব্যাপক কাঁকড়া চাষ হয়।