জরুরি অবস্থা ভেঙেই রাস্তায় নেমে এসেছে থাইল্যান্ডের হাজার হাজার মানুষ। বৃহস্পতিবার রাতে বিপুল সংখ্যায় ব্যাংককের রাস্তার দখল নেন বিক্ষোভকারী। তিন মাসের বিক্ষোভ বন্ধে প্রতিবাদের ওপর নিষেধাজ্ঞা এবং জরুরি অবস্থা সত্ত্বেও মানুষজনকে দমিয়ে রাখা যায়নি।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিক্ষোভাকারীদের ছত্রভঙ্গ করে দেয় নিরাপত্তা বাহিনী। তবে প্রতিদিন একই স্থানে বিক্ষোভের প্রতিশ্রুতি দিয়েছে বিক্ষোভকারীরা। সেক্ষেত্রে আজ শুক্রবারও সমাবেশের পরিকল্পনা রয়েছে বিক্ষোভকারীদের।