ঢাবি ছাত্রীকে হুমকির প্রমাণ পাওয়া গেছে, দাবি পুলিশের

ডয়েচ ভেল (জার্মানী) প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২০, ১৮:৩৭

পুলিশ বলেছে, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের দুই সহযোগীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা ছাত্রীর চরিত্র হননের হুমকি দেয়া হয়েছিল৷ তাদের দাবি, মেয়েটির বিরুদ্ধে কুৎসা রটাতে তিনজনকে কাজেও লাগানো হয়৷

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পুলিশের বরাত দিয়ে এমন প্রতিবেদন প্রকাশ করেছে৷

একজন গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, সামাজিক গণমাধ্যমে ছাত্রীর চরিত্র হননের হুমকির অভিযোগের সত্যতা পাওয়া গেছে৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের স্নাতকোত্তরের সেই ছাত্রী নূরদের সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন ও যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগের বিরুদ্ধে দুই দফায় ধর্ষণের অভিযোগ করেন৷ পরে এ নিয়ে নূরসহ সংগঠনটির কয়েকজন সদস্যের কাছে বিচার চাইতে গেলে তারা তার চরিত্র হনন করার হুমকি দেন বলে ছাত্রী অভিযোগ করেন৷

ঐ ডিবি কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ‘‘বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে ফেইসবুকে তাদের ১.২ মিলিয়ন সদস্য রয়েছে এবং একটা লাইভ করলে তার সব মান-সম্মান চলে যাবে বলে মেয়েটিকে হুমকি দেওয়া হয়৷''

ছাত্রীর অভিযোগের পর নূরের সহযোগী সাইফুল ইসলাম ও নাজমুল হুদাকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা পুলিশ৷ রিমান্ড শেষে তাদের বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়৷ আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন৷
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us