পুলিশি হেফাজতে ছেলের মৃত্যুর শোকে একদিন পর মারা গেলেন বাবাও
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২০, ১৮:০১
ঢাকার নবাবগঞ্জে পুলিশের হেফাজতে ছেলে মামুনের মৃত্যুর শোকে কাতর হয়ে একদিন পরই তার বাবা আবুল হোসেনও মারা গেছেন। মৃত্যুর পর আবুল হোসেনের মরহেদ নবাবগঞ্জে দাফন করতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। এমনকি মামুন ও তার বাবার মৃত্যুর পর অন্য সদস্যদের ভবিষ্যত এবং নিরাপত্তা নিয়ে শঙ্কিত পরিবার। স্থানীয় সূত্র জানায়, নবাবগঞ্জে একটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আটক হন অটোরিকশা চালক মামুন। পরে হাজতখানার টয়লেট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, মামুন হাজতখানার ভেতরে থাকা টয়লেটের জানালার সঙ্গে তার পরনের লুঙ্গি দিয়ে ফাঁস নিয়েছেন। কিন্তু পুলিশের নির্যাতনেই মামুনের মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ।