ওম পুরীর ৭০তম জন্মবার্ষিকীতে ছেলে ঈশানের ছবি মুক্তি YouTube চ্যানেলে...

এইসময় (ভারত) প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২০, ১৬:০১

ওম পুরীর (Om Puri) মৃত্যুর পর ২০১৭ সালে তাঁর স্ত্রী নন্দিতা পুরী ও ছেলে ঈশান পুরী মিলে শুরু করেছিলেন Om Puri Foundation। আগামী ১৮ অক্টোবর তাঁর ৭০তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে একটি YouTube চ্যানেল শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ওম পুরী ফাউন্ডেশন। Puri Baatein নামক এই চ্যানেলে কথা বলা হবে প্রয়াত অভিনেতা, তাঁর কাজ ও নানা চিন্তাভাবনা নিয়ে। ওম পুরীর ছেলে ঈশান ১৮ অক্টোবর লঞ্চ করবেন ৪ মিনিটের একটি ছবি যা তিনি তৈরি করেছেন প্রয়াত অভিনেতাকে নিয়ে।

একটি সাক্ষাত্‍কারে নন্দিতা পুরী জানিয়েছেন, ‘আমাদের সময়ের অন্যতম সেরা অভিনেতার জীবনকে এভাবেই এক বছর ধরে উদযাপন করব আমরা। ভারত, কান এবং লন্ডনে রেট্রোস্পেকটিভের আয়োজন করবে ওম পুরী ফাউন্ডেশন। এছাড়াও পঞ্জাবে হবে একটি বড় উত্‍সব এবং বিভিন্ন সংস্থার সঙ্গে মিলে একাধিক কনটেস্ট। এর প্রধান আকর্ষণই হবে Litmus—সাহিত্য, থিয়েটার এবং গানের উত্‍সব ওঁর স্মৃতিতে। একই সঙ্গে মুক্তি পাওয়ার কথা রয়েছে রাম কমল মুখোপাধ্যায় পরিচালিত ওঁর Rickshawala ছবিটি। এছাড়াও থাকবে বেশ কিছু মুক্তি না পাওয়া হলিউডের ছবিও।’ রয়েছে আরও একটি দারুণ খুশির খবরও। এবছর বোস্টন এশিয়ান ফিল্ম ফেস্টিভাল (Boston Asian Film Fest) শুরু হবে ওম পুরীকে শ্রদ্ধা জানিয়েছে। অন্যদিকে ওম পুরী অভিনীত রাম কমল মুখোপাধ্যায়ের Rickshawala দেখানো হবে ২০২০ সালের মাদ্রিদ এবং মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us