শিক্ষণ জীবনব্যাপী প্রক্রিয়া। জন্ম থেকে মৃত্যু অবধি এ ধরায় মানব জাতি নানা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান লাভের মাধ্যমে নিজের ব্যক্তিত্বের কূপমণ্ডূকতা এবং কালো রেখার মূলোৎপাটন করে সমাজে শ্রেষ্ঠত্বের উচ্চাসনে আরোহণের মাধ্যমে যেমন করে বৃহত্তর পরিমণ্ডলে স্বীয় মেধা ও মননের জানান দেয়,
পাশাপাশি অহমিকা, দৃষ্টিভঙ্গির দীনতা, ভোগবাদী মানসিকতা, চাটুকারিতা, স্বজনপ্রীতি ও দুর্নীতিতে নিমজ্জিত থেকে স্বীয় ব্যক্তিত্বের পরিচয় সমাজভুবনে উপস্থাপনের মাঝেই দ্বৈত অস্তিত্ব তুলে ধরে।