ব্যতিক্রমী ফলে আটকে যায় চোখ! ফল অর্থাৎ বৃক্ষফলের কথা উল্লেখ করা হয়েছে। পরীক্ষার ফল নয়। সড়ক ধরে এগিয়ে গেলেই সড়কের মাঝে থাকা নতুন কোনো ফল দেখলেই আকর্ষণ বাড়ে। মানুষ সেগুলোর প্রতি কৌতূহলী হয়ে উঠে। যে কেনার কথা নয়, দেখা যায় তিনিও কিনছেন।
সিলেটে তেমনি একটি ব্যতিক্রমী ফলকে কেন্দ্র করে ভিড় করছে জনতা। লাল রঙের জর্দানের কাঁচা খেজুর দৃষ্টি আকর্ষণ করছে পথচারীদের। রক্তিম বর্ণ হওয়া সহজে দৃষ্টি এড়িয়ে যায় না। কেউ কেউ নিজ থেকে এগিয়ে এসে দরদাম করছেন। নানান প্রশ্ন করে নতুন ফলটি সম্পর্কে জানার চেষ্টা করছেন।