পাপিয়া দুর্বৃত্তায়িত রাজনীতির ফল—এই মন্তব্য করেছেন আদালত। তবে এই সত্য আমরা সবাই জানি, কিন্তু খুব একটা বলি না। আর বললেও তা শোনার কেউ নেই। যাঁদের হাতে রাজনীতি, যাঁরা এটা ঠিক করার দায়িত্বে তাঁদের ক্রমাগত পিছু হটার ফলে রাজনীতিবিমুখ বিশেষ পরিস্থিতির মুখোমুখি আমরা।
আদালতের পর্যবেক্ষণ হচ্ছে, ‘তাঁরা তথাকথিত রাজনীতিবিদ। রাজনীতির ছদ্মাবরণে তাঁরা শুধু নিজেদের নিয়ে ব্যস্ত থাকেন। দেশের জন্য তাঁরা মারাত্মক বিপজ্জনক।’ পর্যবেক্ষণের প্রতিটি বাক্যে আছে ধারালো বার্তা। নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়া এবং তাঁর স্বামী সুমনকে অস্ত্র মামলায় ২০ বছর করে সাজা দিতে গিয়ে আদালতের এসব মন্তব্য ওই দুজন ছাড়াও অনেকের বেলায়, অনেক ক্ষেত্রেই প্রযোজ্য।