তিন দফা বন্যায় রাজশাহীর বাগমারায় নষ্ট হয়েছে ৩২ কোটি টাকার ফসল। ধান, পান, আখ ও বিভিন্ন সবজি এখনো পানির নিচে তলিয়ে থাকায় ৩১ হাজার কৃষক পড়েছেন বিপাকে। ফসল উৎপাদনে নেয়া ঋণ নিয়ে দুঃশ্চিন্তার শেষ নেই চাষিদের।
বানের পানিতে পুকুর ভেসে যাওয়ায় মাছ চাষিরা পড়েছেন লোকসানে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আশ্বাস দিয়েছে জেলা কৃষি অধিদপ্তর।