কাশ্মীরে তৈরি হল 'মানুষের জোট', সুদিন ফেরানোর দাবিতে হাতে-হাত ফারুক-মেহবুবার!
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২০, ২০:০৭
দিল্লি দরবার অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক ভাবে যা কেড়ে নিয়েছে, তা ফিরিয়ে দিতেই হবে। প্রায় ১৪ মাস পর গত মঙ্গলবার বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পর এক ভিডিয়ো বার্তায় এমন কথাই শুনিয়েছিলেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। তাঁর কথায়, 'জম্মু-কাশ্মীর সমস্যার সমাধান খুঁজতে এখানের মানুষকে লড়াই চালিয়ে যেতে হবে।' সেই সম্মিলিত লড়াইয়ের ইঙ্গিতই মিলেছিল বুধবারই। গুপকর রোডের বাড়িতে মেহবুবার সঙ্গে দেখা করতে এসেছিলেন ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা এবং তাঁর ছেলে ওমর। মেহবুবার কুশল সংবাদ জানার পাশাপাশি বৃহস্পতিবর গুপকর ডিক্লেরেশনে স্বাক্ষরকারী সব দলের বৈঠকে মেহবুবাকে আমন্ত্রণ জানিয়েছিলেন তাঁরা। এদিন সেই বৈঠকেই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল 'পিপলস অ্যালায়েন্স ফর গুপকর ডিক্লেরেশন'।
এদিনের বৈঠকের পর ফারুক আবদুল্লা বলেন, 'আমরা এই জোটের নাম দিয়েছি পিপলস অ্যালায়েন্স ফর গুপকর ডিক্লেরেশন। এটা আমাদের সাংবিধানিক লড়াই। ভারত সরকার আমাদের কাশ্মীরের মানুষদের সেই অধিকার ফিরিয়ে দিক, যা ২০১৯ সালের ৫ অগস্টের আগে পর্যন্ত ছিল।'