নারী নির্যাতনসহ দেশে সংঘটিত ধর্ষণ-নিপীড়নের বিচারের দাবিতে ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই ধর্ষকের ফাসি চাই’, ‘তোমার বোন, তোমার মা আজ সম্ভ্রমহারা ধর্ষক তোমরা কারা’—স্লোগান সামনে রেখে ইতালিতে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
ইতালি মহিলা সমাজকল্যাণ সমিতির আয়োজনে রোমে গত রোববার স্থানীয় সময় বিকেল ৫টায় শুরু হয় মানববন্ধন কর্মসূচি। কর্মসূচি থেকে জানানো হয়, দেশের সব ধর্ষণের বিচার দ্রুত করতে হবে। বিচারহীনতার কারণে ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। সব ধর্ষণকে দ্রুত বিচারের আওতায় আনতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময় বিভিন্ন ধর্ষণবিরোধী স্লোগান দেন মানববন্ধনে অংশ নেওয়া নারী নেতারা।