ভিপি নুরুকে বয়কটের ডাক সাংবাদিকদের

ঢাকা টাইমস প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২০, ১৫:৩৩

বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তরকে নিয়ে কটূক্তি ও সোশ্যাল মিডিয়ায় এক সাংবাদিকের মোবাইল নম্বর ছড়িয়ে হুমকি দেয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরকে বয়কটের ডাক দিয়েছেন সাংবাদিক নেতারা। এসময় তারা নুরকে ক্ষমা চাওয়ারও আহ্বান জানান।

বৃহস্পতিবার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ আহ্বান জানান সাংবাদিকরা। সচেতন সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপিত ও সাধারণ সম্পাদক আবু জাফর সূর্য বলেন, ‘আমি আজকে এই মানববন্ধনে দাঁড়িয়েছি একজন গণমাধ্যমকর্মী হিসেবে। যে গণমাধ্যম স্বাধীনতার স্বপক্ষে কাজ করে, দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে সেই গণমাধ্যমকে নিয়ে কটূক্তি এই দেশের স্বাধীনতার বিরুদ্ধেই কটূক্তি।’

সূর্য আরও বলেন, ‘নুরদের যারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না। তা না হলে ডিজিটাল আইনে যার বিরুদ্ধে মামলা হয়েছে সে কীভাবে স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। তাহলে সরকারের প্রশাসনেও নুরদের মদতদাতা রয়েছে। এদের মুখোশও উন্মোচন করতে হবে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us