তিতুমীর কলেজের সীমানা প্রাচীর ঘেঁষে থাকা ফুটওভার ব্রিজের নিচে মল-মূত্রের উৎকট গন্ধ। সারাদিন পথচারীরা মূত্রত্যাগ করে। প্রকৃতির ডাকে সাড়া দেওয়াটাই যেখানে মুখ্য। হাঁটতে গেলে দম বন্ধ হয়ে আসে। এজন্য নাক সিটকে প্রতিদিন ক্লাসে যেতে হয় শিক্ষার্থীদের। নগরীর বিভিন্ন স্থানে যত্রতত্র মুত্রত্যাগ পথচারীদের রোজকার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আর যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এসব দৃশ্য দৃষ্টিকটু।