ধর্ষণ-নিপীড়ন কমাতে মানসিকতায় পরিবর্তন আনতে হবে: সায়মা ওয়াজেদ
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২০, ১২:২০
বাংলাদেশে ধর্ষণ-নারী নিপীড়নের ঘটনা কমাতে চাইলে সবার আগে নারীর প্রতি মানসিকতার পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীকন্যা সায়মা ওয়াজেদ হোসেন। তিনি কাঙ্ক্ষিত সমাজ প্রতিষ্ঠার জন্য ঘরের মধ্যে ছোটবেলা থেকেই ছেলে ও মেয়ে শিশুদের সমান অধিকার ও সম্মান দিয়ে বড় করারও পরামর্শ দেন।
একইসঙ্গে একটি মেয়ে শিশু যেন ছেলের মতো সাহস, তেজ নিয়ে চলতে পারে সেই শিক্ষা ও মর্যাদাবোধ তার মধ্যে তৈরি করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।