তাইওয়ানের কাছে আরো অত্যাধুনিক অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২০, ২০:৫৬
তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে বলে গলা ফাটাচ্ছে চীন। তবে যুক্তরাষ্ট্রের কাছে তাদের সে দাবি কোনোই পাত্তা পাচ্ছে না। স্বায়ত্তশাসিত দ্বীপদেশটির সঙ্গে তাদের দহরম মহরম অব্যাহত রয়েছে। তার ধারাবাহিকতায় ট্রাম্প প্রশাসন তাইওয়ানের কাছে ড্রোন-মিসাইলসহ অত্যাধুনিক অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে।
মঙ্গলবার কংগ্রেসকে কর্মকর্তারা এই কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের কাছ থেকে তাইওয়ান ৫০০ কোটি ডলারের অস্ত্র কেনার আগ্রহ দেখিয়েছে। খবর রয়টার্স, আল জাজিরার।