করোনার কারণে এ বছর নির্ধারিত ইউরো ২০২০ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়নি। এক বছর পিছিয়ে তা আগামী বছর অনুষ্ঠিত হবে। আগামী বছর জুনে অনুষ্ঠিতব্য ইউরোপের সর্বোচ্চ এই টুর্নামেন্টে স্টেডিয়ামগুলোতে দর্শকের উপস্থিতির আশা করেছেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন। জার্মান সম্প্রচার কেন্দ্র এআরডিতে তিনি বলেছেন, ‘এই মুহূর্তে আমরা ঠিক যেভাবে চাচ্ছি সেভাবে ইউরো ২০২০ আয়োজন করার পরিকল্পনা আছে।’
ইউরোপে সম্প্রতি কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা হঠাৎ করেই বেড়ে যাওয়ায় বিভিন্ন ভাবে সবকিছু আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে সেখানে এখন করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে। অনেক সময় প্রথমবারের তুলনায় এই দ্বিতীয় ঢেউ আরো ভয়াবহ হয়ে দেখা দিতে পারে।