কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদী এবং সংরক্ষিত বনাঞ্চলের ভেতর বিভিন্ন ছড়ার পাদদেশে শক্তিশালী ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এবং বন বিভাগ। উপজেলা প্রশাসন ও বন বিভাগ সূত্র জানায়, গত ১০ দিনে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে ভেঙে ও পুড়িয়ে দেওয়া হয়েছে অন্তত অর্ধশত ড্রেজার।
জব্দ করা হয়েছে বালু উত্তোলনের নানা সরঞ্জামাদি। এ সময় বালু উত্তোলনে জড়িত ১২ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু এবং দোষ স্বীকারের পর বেশ কয়েকজনের কাছ থেকে জরিমানা হিসেবে আদায় করা হয়েছে কয়েক লাখ টাকার জরিমানাও।