আজ ১৪ অক্টোবর ৫১ তম বিশ্ব মান দিবস। 'পৃথিবী সুরক্ষায় মান'- এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যখন দিবসটি যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে, তখন মানহীন পণ্যসামগ্রীতে ভরে গেছে উত্তরের জেলা রংপুর। বিভাগীয় শহর রংপুরের মানুষজন করোনাকালেও বিভিন্ন পণ্যসামগ্রী কিনতে প্রতারণার শিকার হচ্ছেন প্রতিনিয়ত। অসাধু ব্যবসায়ীরা বাড়িতেই তৈরি করছেন সুরক্ষাসামগ্রী আর নকল হ্যান্ড স্যানিটাইজার,
ফ্লোর ক্লিনার, টাইলস পুডিং, ভিক্সলসহ বিভিন্ন পণ্য। করোনার সংক্রমণ থেকে বাঁচতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর চাহিদা বেড়েছে রংপুরেও। এই সুযোগ কাজে লাগিয়ে বাজারে নকল সামগ্রী বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা। কেউ কেউ বাড়িতেই গড়ে তুলে গোপনে তৈরি করছে নকল হ্যান্ড স্যানিটাইজার, ফ্লোর ক্লিনার, টাইলস পুডিং, ভিক্সলসহ বিভিন্ন পণ্য সামগ্রী। বাজারে এসব নকল পণ্য বিক্রি হচ্ছে কয়েকগুণ বেশি দামে