ফিরমিনোর স্বপ্ন রোনালদো হওয়া

প্রথম আলো প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২০, ২২:২৬

আত্মঘাতী গোল একটি। বাকি ৪ গোল ব্রাজিলের মাঝমাঠ ও আক্রমণভাগের সম্মিলিত প্রয়াস। ব্রাজিলিয়ান ফুটবলের এমন সৌরভই পেতে চান সমর্থকেরা। বলিভিয়ার বিপক্ষে ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম ম্যাচে ব্রাজিলের এই পারফরম্যান্স মুগ্ধ করাই স্বাভাবিক। মাঝমাঠ গোল করেছে, জোড়া গোল পেয়েছেন অ্যাটাকিং থার্ডের স্ট্রাইকার। এমন ব্রাজিলকে দেখতে কারও অন্তত খারাপ লাগার কথা নয়।

একটা সময় ছিল যখন ব্রাজিলের খেলায় ‘নম্বর নাইন’ স্ট্রাইকারের গোল না করাটাই ছিল অস্বাভাবিক বিষয়। দিন পাল্টেছে। এখন গোল করার জন্য শুধু বিশেষজ্ঞ স্ট্রাইকারের ওপর কেউ ভরসা রাখে না। আরেকটু খোলামেলা করে বললে, ফুটবল থেকে ‘নম্বর নাইন’দের জাত প্রায় উঠে যাওয়ার পথে। ব্রাজিল কোচ তিতে এই বিপন্ন ‘প্রজাতি’দের ভূমিকাটা নিতে বলেছেন রবার্তো ফিরমিনোকে। লিভারপুলে ফিরমিনোর খেলা দেখলে একটু খটকা লাগতে পারে। ইয়ুর্গেন ক্লপের অধীনে ফিরমিনোকে অনেকটাই—এক টিকিটে তিন ছবি! গোল করছেন, বানাচ্ছেন আবার গোলও ঠেকাচ্ছেন। তাহলে?
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us