ছাগলনাইয়া থানার এসআই আলমগীর ক্লোজড

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২০, ২১:৩৪

ফেনীতে এক ব্যবসায়ীর কোটি টাকার জমি, ফ্ল্যাট, ব্যাংকের চেক লিখে নেয়াসহ বিভিন্ন অভিযোগে ছাগলনাইয়া থানার এসআই আলমগীরকে ক্লোজড করা হয়েছে।
গতকাল সোমবার রাতে তাকে ক্লোজ করে পুলিশ লাইনে স্থানান্তর করা হয়েছে বলে জানান ছাগলনাইয়া থানার পরিদর্শক মেজবাহ উদ্দিন। তার বিরুদ্ধে গত ১৩ সেপ্টেম্বর ঢাকা পুলিশ হেডকোয়াটার ও জেলা পুলিশ সুপার কার্যালয়ে ব্যবসায়ী নজরুল ইসলাম একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, আরিফিন আজাদ বাদল নামে এক ব্যবসায়ী কোনো প্রমাণপত্র ছাড়া বেশ কয়েকজন জনপ্রতিনিধি ও পুলিশের এসআই মিলে তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। এক পর্যায়ে ১৭ জুন ব্যবসায়ী নজরুলের বাড়িতে হানা দিয়ে পরিবারের সবাইকে জিম্মি করে ঘরে থাকা ব্যবসায়িক, জমি ও ফ্ল্যাটের গুরুত্বপূর্ণ কাগজপত্র, স্বর্ণালংকার, টিভি, ফ্রিজসহ মূল্যবান জিনিসপত্র গাড়িতে তুলে নিয়ে যায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us